গত ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহের পর এটাই কোনো সপ্তাহে জ্বালানি তেলের সর্বোচ্চ দরপতন। মূলত চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান ও ইসরায়েল দ্বন্দ্ব আপাতত নিরসনের সুযোগ আছে।
সপ্তাহান্তে উত্তেজনা কিছুটা বেড়েছিল। গতকাল রোববার ইসরায়েল জানায়, লেবাননের রাজধানী বৈরুতে, যেসব জায়গা থেকে হিজবুল্লাহর আর্থিক কার্যক্রম পরিচালিত হয়, সেসব জায়গায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে আজ সকালে চীন অর্থনৈতিক প্রণোদনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সুদহার হ্রাস করেছে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার ছিল গত দেড় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম।