সোমবার ফিনল্যান্ডের আকাশসীমায় দেশটির ‘এফ/এ-১৮সি’ যুদ্ধবিমানের সঙ্গেও যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমানবাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা সক্ষমতার আরও শক্তিশালী করতে মহড়াটি চালানো হয়েছে। তবে সেখানে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পরের বছর সামরিক জোট ন্যাটোয় যোগ দেয় ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধে যেসব ইউরোপীয় দেশ কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে, তাদের একটি হলো ফিনল্যান্ড।