গুমের ঘটনায় জড়িতদের কেউ যাতে আর রাজনীতিতে ফিরতে না পারেন, এমন দাবি উঠেছে। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ গুমের সঙ্গে জড়িত থাকা প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি গুমের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
‘গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, গুমের শিকার ব্যক্তি এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্যে এই তিন দাবি জোরালোভাবে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় জাদুঘরের একটি মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) নামের একটি সংগঠন।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, লাতিন আমেরিকার দেশগুলোয় কেউ গুম করে পার পায়নি, বাংলাদেশেও পার পাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিরা রাজনীতিতে ফিরতে পারেননি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারে যারা গুমের সঙ্গে জড়িত ছিল, বাংলাদেশের রাজনীতিতে তারা আর ফিরতে পারবে না। গণভবনে করা জাদুঘরে গুমের সবকিছু সংরক্ষিত থাকবে।