আলোচনা পর্বে গল্পকার জামান মাহবুব, কবি মোহাম্মদ হোসাইন ও মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষক মোহাম্মদ বিলাল বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা বিক্রয়কেন্দ্র সিলেটের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। মেলার দ্বিতীয় দিনে বিশিষ্ট অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, কবি সঞ্জয় কুমার নাথ, আয়েশা মুন্নীসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, সিলেটে সাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। চর্যাপদের অনেক কবি ছিলেন […]
অন্যান্য দেশের মধ্যে আফ্রিকার দেশ চাদ থেকে তিল, চাল, ভুট্টা ও সরগমের ১ হাজার ১৪৫টি নমুনা জমা পড়েছে। এবার ২১টি দেশের ৩০ হাজারের বেশি নতুন নমুনা জমা পড়েছে। ফিলিস্তিন অঞ্চল থেকে শাকসবজি, লেবু ও ভেষজ বীজের নমুনা জমা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি Source link