ylliX - Online Advertising Network
বোর্ডে চূড়ান্ত হয়েও আটকে আছে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি

বোর্ডে চূড়ান্ত হয়েও আটকে আছে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি


বোর্ডে চূড়ান্ত হয়েও আটকে আছে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি

ঢাকা: ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য মজুরি প্রস্তাব করলে আইন অনুযায়ী তা ১৫ দিনের মধ্যে চূড়ান্ত গেজেট আকারে শ্রম মন্ত্রণালয়ের কথা। কিন্তু এক মাসের অতিবাহিত হলেও ট্যানারি শ্রমিকদের মজুরি গেজেট আকারে প্রকাশ হয়নি।

অবিলম্বের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন এ খাতের শ্রমিকরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় শ্রমিক নেতারা এ দাবি জানান।  


ট‍্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরাম (বিএলআরজেএফ) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএলআরজেএফ সভাপতি কাজী আব্দুল হান্নান, ট‍্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সলিডারিটি সেন্টার-বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম হেড একেএম নাসিম, ট্যানারি শ্রমিক মোসা. নিলুফার ইয়াসমিন, মো. মামুন  প্রমুখ।


শ্রমিক নেতারা বলেন, ৩ অক্টোবর মজুরি বোর্ড ট‍্যানারি শ্রমিকদের ন‍্যূনতম মজুরি চূড়ান্ত করে এবং ৭ অক্টোবর মন্ত্রণালয়ে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এরপর ১৫ দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করার কথা। অথচ এক মাসের অধিক সময় পার হয়ে গেলেও চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি। এতে ট‍্যানারি শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। যদি দ্রুত গেজেট প্রকাশ না করা হয় তাহলে শ্রমিকরা রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হবে।


ট্যানারি শ্রমিকরা বলেন, নিত্যপণ্যের দাম বাড়ছে, জীবন নির্বাহের খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। কিন্তু বেতন বাড়ছে না। বেতন বৃদ্ধির কথা বললে উল্টো চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকি দেয়। আমরা রোদ-বৃষ্টি হলেও কারখানায় যাই। কিন্তু মালিক সেটা বিবেচনা নেয় না।


তারা বলেন, ট্যানারি শ্রমিক ইউনিয়নের ৫০ বছরের ইতিহাস আছে বেতন বৃদ্ধির প্রশ্নে আমরা কখনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেনি। পেটের ক্ষুধা বাড়ছে, শ্রমিকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার আগে মজুরি বোর্ড চূড়ান্ত করা মজুরি গেজেট আকারে প্রকাশ করুন।


বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪

জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *