ylliX - Online Advertising Network
মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ কুকি জঙ্গি নিহত: দাবি নিরাপত্তা বাহিনীর

মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ কুকি জঙ্গি নিহত: দাবি নিরাপত্তা বাহিনীর


আজ মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় মণিপুর বিধানসভার কুকি সদস্যদের সঙ্গে আলোচনার সব সম্ভাবনা ভেস্তে গেছে। মণিপুরের ১০ কুকি বিধায়ক আজ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ভারত সরকারের সলিসিটর জেনারেল তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বৈঠক হয়েছে বলে যে কথা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর’।

ওই ১০ কুকি এমএলএর বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩ মের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কোনো বৈঠক হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। কারণ, মুখ্যমন্ত্রী সহিংসতার পেছনের প্রধান মাথা এবং তিনি জাতি নির্মূলের প্রক্রিয়া চালাচ্ছেন।

আজকের এ দুই ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকেরা মনে করছেন, মণিপুরের পরিস্থিতি বছরের শেষে আরও নাজুক হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *