ylliX - Online Advertising Network
যথেচ্ছ ভূমি ব্যবহারের কারণে হুমকিতে পড়ছে নগর

যথেচ্ছ ভূমি ব্যবহারের কারণে হুমকিতে পড়ছে নগর


কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে আটটার দিকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয় পথসভা।

বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রতিটি স্তরে প্রতি ইঞ্চিতে সব জনগণের দোরগোড়ায় পরিকল্পনার সুফল পৌঁছানো প্রতিজ্ঞা হওয়া উচিত।

পথসভায় বিআইপির সভাপতি আদিল মুহাম্মদ খান অপরিকল্পিত ও ধ্বংসাত্মক অবকাঠামো তৈরির সমালোচনা করেন। পরিকল্পনা ছাড়াই হাওরের মাঝে রাস্তা, পাহাড় কেটে রেললাইন তৈরি করাকে তিনি সমন্বিত স্থানিক পরিকল্পনার অভাব বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ভৌত পরিকল্পনা করার কথা হলেও সেটি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরিকল্পিত দেশ তৈরির জন্য স্থানিক কাঠামো পরিকল্পনা দরকার। পরিকল্পনাবিদদের শহর থেকে নগর, সব জায়গাতেই অন্তর্ভুক্ত থাকা দরকার। এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমরা চাই পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য পরিকল্পনা, নাগরিক এলাকায় নাগরিক সুবিধা এবং খাল-বিল ভরাট করে শিল্পায়ন বন্ধ করা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *