রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানার বিস্ফোরক মামলায় আশিকুর রহমান ওরফে তুহিন (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
তুহিন বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে।
তার বাড়ি মহানগরীর রাণীবাজার এলাকায়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুহিনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রাজশাহীর সদর কোম্পানির মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলার ডাক্তারের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তুহিনকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদর দপ্তরে আনা হয়।
ছাত্রলীগ নেতা তুহিন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গত ২৫ সেপ্টেম্বর মহানগরীর বোয়ালিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্রলীগ নেতা তুহিন পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পাশের জেলা নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে তোলার কথা রয়েছে।
তুহিনের বাবা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু একাধারে ব্যবসায়ী ও ঠিকাদার। তিনি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর ‘সিটিহাট’ এর ইজারাদার। আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ১ আগস্ট কালুর নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসএস/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।