এসব হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে এফবিআই। সাভানাহ সিমস বলেন, বোমা হামলার হুমকিগুলোর কোনোটিই এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপরও মানুষকে সতর্ক থাকতে হবে। বোমা হামলার হুমকি রাশিয়া থেকে এসেছে বলে জানিয়েছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেনসপার্জারও।
এদিকে মঙ্গলবারের ভোটের দিন যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী সপ্তাহজুড়ে দিন-রাত যেকোনো প্রকারের হুমকি শনাক্ত করার জন্য ওয়াশিংটনে ‘ন্যাশনাল ইলেকশন কমান্ড’ স্থাপন করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এ ছাড়া অরেগন, ওয়াশিংটন ও নেভাদা অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডকে মাঠে নামিয়েছে সরকার। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১৭টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের ৬০০ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।