দীর্ঘদিনের প্রবাসজীবনের অন্তরঙ্গ বন্ধু জেরির সাফকথা—সপ্তাহ শেষে ফ্রিজে খাবারভর্তি, ছেলেমেয়ে স্কুলে যাবে, মাস শেষে বিল পে করব। এতে আমি খুশি। এসব মানুষের সংখ্যা ৫৫ শতাংশের বেশি। ভোটের হাওয়া তাঁদের গায়ে লাগে না। এঁদের মনে দারুণ বিশ্বাস—রাষ্ট্র আমাদের ঠকাবে না। গণতন্ত্রের এ বোধশক্তি যুক্তরাষ্ট্রের জনগণকে এক করে রেখেছে।
Source link