দীর্ঘ বিরতির পর তাঁর জাতীয় দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা ছিল এমন, ‘নাসুম সর্বশেষ বিশ্বকাপে ছিল। মাঝখানে খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো বাঁহাতি স্পিনের জায়গাটা ভিন্ন হতে পারত। আমাদের বাঁহাতি স্পিনে তানভীর ও নাসুমকেই মূল বোলার মনে করি। রাকিবুলের আরও সময় দরকার বলে মনে করি।’
পরে যোগ করেন, ‘নাসুম কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনের জন্য তাকে রাখা। যদি উইকেটের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমরা কোনো কারণে যদি তিন পেসার না খেলিয়ে তিন স্পিনার খেলাই, তাহলে মিরাজ ও রিশাদের সঙ্গে নাসুমের সুযোগ থাকতে পারে।’