কী করা যাবে না
l অযথা আতঙ্কিত হবেন না।
l চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন।
l কখনো ব্যথানাশক ওষুধ খাবেন না।
l অত্যধিক তরল খাবেন না।
l স্টেরয়েডজাতীয় ওষুধ খাবেন না।
l প্লাটিলেট নিয়ে আতঙ্কিত হবেন না। প্লাটিলেটের পরিমাণ ১০ হাজার হলেও যদি হেমাটোক্রিট ঠিক থাকে, রক্তক্ষরণ না হয়, তবে অপেক্ষা করুন। কারণ, প্লাটিলেটের সংখ্যা এক–দুই দিনের মধ্যে বাড়তে শুরু করে।
অন্তঃসত্ত্বা, শিশু–কিশোর, ডায়াবেটিসে আক্রান্ত রোগী ও অন্যান্য ক্রনিক রোগ থাকলে বেশি সচেতন থাকতে হবে।