ylliX - Online Advertising Network
ডিসেম্বরে প্রতিবেদন চূড়ান্ত হবে

ডিসেম্বরে প্রতিবেদন চূড়ান্ত হবে


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ঢাকায় তাদের উপস্থিতি জোরদার করতে চায় বলে প্রধান উপদেষ্টাকে জানান ফলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানকে বাংলাদেশ সফর করার জন্য এবং বিপ্লবের সময় তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ড. মুহম্মদ ইউনূস তাঁকে বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার সফরে খুশি। তাঁরা আপনার কাছে কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, তাঁর সরকার প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন ও মানবাধিকার যেন একসঙ্গে চলতে পারে, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সরকার আগের সরকারের ভুল ও অপরাধের ‘পুনরাবৃত্তি’ করবে না।

রোহিঙ্গা–সংকট বিশেষ করে মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতার মুখে পালিয়ে নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রসঙ্গেও আলোচনা করেন ড. ইউনূস ও ফলকার টুর্ক। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আন্তর্জাতিক সমর্থন ও সংকট সমাধানে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *