দেশের ব্যাংকগুলোর মধ্যে এ ধরনের প্রকাশের সংস্কৃতির প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টার ওপর জোর দিয়ে নূরুন নাহার বলেন, সাসটেইনেবিলিটি রেটিং শুধু একটি ব্যাংকের কার্যক্রমের পরিমাপকই নয়, বরং তা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে ব্যাংকটির নেওয়া নানা উদ্যোগ, অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোও তুলে ধরে।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান বলেন, ‘আধুনিক ব্যাংকিং জগতে সাসটেইনেবিলিটি এখন আর শুধু একটি পছন্দই নয়, বরং গুরুত্বপূর্ণ দায়িত্বও। আমরা বিশ্বাস করি, আর্থিক খাতকে অবশ্যই মানুষ, পৃথিবী এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির উদ্দেশ্য পূরণ করতে হবে।’