ylliX - Online Advertising Network
চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা নিয়ে কর্মশালা 

চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা নিয়ে কর্মশালা 


চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা নিয়ে কর্মশালা 

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর এলাকায় মেট্রোরেল নির্মাণের পরিবহন মাস্টারপ্ল্যান এবং প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।


কর্মশালা শেষে সমীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবহন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্পের সমীক্ষা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।  


সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, পরিবহন অর্থনীতিবিদ সিরাজুম মুনিরা, ডিসি ট্রাফিক উত্তর জয়নুল আবেদীন, ট্রান্সপোর্ট প্রফেশনালস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুল হাসান, সিএমএ প্রকল্প পরিচালক ইঞ্জি. মোহাম্মদ কামরুল হোসেন, চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসিফুল বিভাগ, এএসপি মনীষ দাস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনসারী, যুশিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রজেক্ট একশন অফিসার সাংগ্যু লি, প্রজেক্ট লিডার জুনহাং জো, স্থানীয় সহকারী এস এম আকিবুর রহমান।

 

সৌজন্য সাক্ষাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের যানজট নিরসনের জন্য একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে সড়ক, রেল, এবং অন্যান্য যানবাহনের কার্যকর সমন্বয় সম্ভব হবে। এই লক্ষ্যেই গবেষণাভিত্তিক মাস্টারপ্ল্যান প্রয়োজন। আমরা চাই,  চট্টগ্রাম একটি স্মার্ট ও আধুনিক নগরীতে পরিণত হোক, যেখানে যানজট মুক্ত, পরিবেশবান্ধব, এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। এটি বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কর্মশালায় উপস্থিত বক্তারা চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পরিবহন চাহিদা বিবেচনায় চট্টগ্রামে পরিবহন সমস্যা সমাধানের জন্য গবেষণাভিত্তিক তথ্যের ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবহন মাস্টারপ্ল্যান এবং সম্ভাব্যতা সমীক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং চট্টগ্রামের জনগণের জন্য একটি টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।


বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *