ylliX - Online Advertising Network
বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ


বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে ব্যাংক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা আমাদের সামনে হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা করা হলে কর্মকর্তাদের বদলিসহ নানাভাবে হেনেস্তা করা হয়েছে। ফলে যাঁরা সৎ ও যোগ্য কর্মী, তাঁরা সঠিকভাবে কাজ করতে পারেননি। সাবেক সরকারের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংককে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এতে সহায়তা করেছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নররা।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের যে সংস্কার চেয়েছি, সেই কাঙ্ক্ষিত সংস্কার করতে পারছি না। কারণ, আওয়ামী লীগ সরকারের আমলে যে যেখানে ছিলেন, সেখানে তাঁদের কর্তৃত্ব অব্যাহত রেখেছেন। তাই বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই ডেপুটি গভর্নরকে অবিলম্বে অপসারণ করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *