পারি না সব বাস্তবতা ছুড়ে ফেলে পাহাড়ের গায়ে টর্চের আলোর সঙ্গে দু-একটি কথা বলতে। কর্মময় সব বাস্তবতার মধ্যে পথের ধুলায় সবই কেমন নির্বিকার ঘুরে বাউন্ডুলে জীবন হলে দিগ্বিদিক ছুটে গিয়ে অনেক কিছুই দেখা হতো অবুঝ দৃষ্টি মেলে। Source link