ylliX - Online Advertising Network
ঢাকা এখন বড় আকারের জেলখানা: সলিমুল্লাহ খান

ঢাকা এখন বড় আকারের জেলখানা: সলিমুল্লাহ খান


রাজধানী ঢাকা একটি বড় জেলখানায় পরিণত হয়েছে বলে মনে করেন লেখক-অধ্যাপক সলিমুল্লাহ খান। বেওয়ারিশ লাশের মতো ঢাকা শহর শুয়ে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সলিমুল্লাহ খান। রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার ও জাস্ট আরবানের আয়োজনে দুই দিনব্যাপী ‘ন্যায্য নগর ইশতেহার’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বিকেলে ‘নাগরিক সুবিধার ন্যয়সংগত বণ্টন এবং স্থানীয় নেতৃত্বে স্বচ্ছতাভিত্তিক শহর গঠন’ শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে ঢাকার জনসংখ্যা ছিল ১০ লাখ। এখন বলা হচ্ছে দুই কোটি বা আড়াই কোটি। ২০ থেকে ২৫ গুণ জনসংখ্যা বেড়েছে। একটি ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় এই যে বিপুল জনসমাগম, এটি এখন বড় আকারের জেলখানার মতো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *