দেশের বাইরে গিয়ে একজন শিক্ষার্থীকে কত পরিশ্রম করে টিকে থাকতে হয়; সবার জার্নি যে সহজ হয় না, সেই বাস্তবতার প্রতিচ্ছবিই যেন উঠে এসেছে নাটকটিতে। কিন্তু শেষ পর্যন্ত সজল কি সফল হতে পেরেছে? মিতুর যে সংশয় তৈরি হয়েছিল, দূরে গিয়ে সজল তাকে ভুলে যাবে না তো? তারই–বা কী হলো। এসব প্রশ্নের উত্তর জানতে দেখে নিতে পারেন ‘দূরদেশ’ নাটকটি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটির নির্মাতা রুবেল হাসান। খায়রুল বাসার ও তটিনী ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান, জিয়াউর রহমান রনি, শিল্পী সরকার, ডা. জাকির পারভেজ প্রমুখ।